ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

উত্তরপ্রদেশ ও রাজস্থান ধূলিঝড় বজ্রবৃষ্টিতে লণ্ডভণ্ড, নিহত ১২৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ধূলিঝড় ও বজ্রবৃষ্টিতে ১২৫ জন নিহত হয়েছেন। আগামী কযেক দিন আরও বড় ঝড়ের আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে মানুষের ঘরবাড়ি ভেঙে পড়ে, গাছপালা উপড়ে যায়। এ ছাড়া বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে বজ্রবৃষ্টিতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে আগ্রা জেলাতেই ৪৩ জন প্রাণ হারান।

রাজস্থানের পূর্বাঞ্চলে শক্তিশালী ধূলিঝড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হন আরও শতাধিক। এ ছাড়া অন্ধ্রপ্রদেশে বজ্রঝড়ে ১৪ ও পাঞ্জাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তরপ্রদেশের ত্রাণ কমিশন কার্যালয়ের মুখপাত্র বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত ২০ বছরে ঝড়ে প্রাণহানির এটিই সবচেয়ে বড় ঘটনা।

রাজস্থানের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব হেমন্ত গিরা বলেন, গত ২০ বছর ধরে আমি এখানে কাজ করছি। এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।

তিনি বলেন, গত ১১ এপ্রিল বড় ধরনের ধূলিঝড় হয় এবং এতে ১৯ জন প্রাণ হারান। কিন্তু এবার রাতে ঝড় শুরু হওয়ায় বেশি প্রাণহানি ঘটেছে। লোকজন নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। ঝড়ে বাড়িঘর ভেঙে লোকজন চাপা পড়েছেন।

বিশেষজ্ঞরা বলেন, রাজস্থানের বেশিরভাগ জায়গায় গত কয়েক দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এতে জলীয় বাষ্প হালকা হয়ে খুব ওপরে উঠে যায়। হালকা জলীয় বাষ্প ওপরের স্তরের শীতল বায়ুর সংস্পর্শে এসে মেঘ তৈরি হয়। এতে বৃহস্পতিবার শুরু হয়েছে ধূলির ঝড়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

উত্তরপ্রদেশ ও রাজস্থান ধূলিঝড় বজ্রবৃষ্টিতে লণ্ডভণ্ড, নিহত ১২৫

আপডেট সময় ০১:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ধূলিঝড় ও বজ্রবৃষ্টিতে ১২৫ জন নিহত হয়েছেন। আগামী কযেক দিন আরও বড় ঝড়ের আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে মানুষের ঘরবাড়ি ভেঙে পড়ে, গাছপালা উপড়ে যায়। এ ছাড়া বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে বজ্রবৃষ্টিতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে আগ্রা জেলাতেই ৪৩ জন প্রাণ হারান।

রাজস্থানের পূর্বাঞ্চলে শক্তিশালী ধূলিঝড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হন আরও শতাধিক। এ ছাড়া অন্ধ্রপ্রদেশে বজ্রঝড়ে ১৪ ও পাঞ্জাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তরপ্রদেশের ত্রাণ কমিশন কার্যালয়ের মুখপাত্র বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত ২০ বছরে ঝড়ে প্রাণহানির এটিই সবচেয়ে বড় ঘটনা।

রাজস্থানের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব হেমন্ত গিরা বলেন, গত ২০ বছর ধরে আমি এখানে কাজ করছি। এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।

তিনি বলেন, গত ১১ এপ্রিল বড় ধরনের ধূলিঝড় হয় এবং এতে ১৯ জন প্রাণ হারান। কিন্তু এবার রাতে ঝড় শুরু হওয়ায় বেশি প্রাণহানি ঘটেছে। লোকজন নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। ঝড়ে বাড়িঘর ভেঙে লোকজন চাপা পড়েছেন।

বিশেষজ্ঞরা বলেন, রাজস্থানের বেশিরভাগ জায়গায় গত কয়েক দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এতে জলীয় বাষ্প হালকা হয়ে খুব ওপরে উঠে যায়। হালকা জলীয় বাষ্প ওপরের স্তরের শীতল বায়ুর সংস্পর্শে এসে মেঘ তৈরি হয়। এতে বৃহস্পতিবার শুরু হয়েছে ধূলির ঝড়।