ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

গণজোয়ারে ভীত মঞ্জু অপকৌশলে: আ. লীগ

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ঘণ্টা তিনেকের মধ্যে আবার প্রচারে ফিরতে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ঘোষণাকে অপকৌশল বলছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলের প্রার্থী তালুকদার আবদুল খালেকের নির্বাচন সমন্বয়কারী এস এম কামাল হোসেন বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নৌকার পক্ষে গণজোয়ারে ভীত হয়ে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মঞ্জু বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন। তিনি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করে ফয়দা লোটার চেষ্টা করছেন।’

বিভিন্ন মামলার আসামি ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ এনে সকাল সাড়ে নয়টায় ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রার্থী মঞ্জু। তবে দুপুরে আরেক সংবাদ সম্মেলনে তিনি প্রচারে ফেরার কথা জানিয়ে বলেন, বিএনপি কোনোভাবেই নির্বাচন থেকে সরে দাঁড়াবে না।

বেলা দুই টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন খালেকের সমন্বয়কারী এসএম কামাল হোসেন। এ সময় খালেকের প্রধান নির্বাচন সমন্বয়কারী জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনার রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হকও উপস্থিত ছিলেন।

কামাল বলেন, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্বাচনী কাজে বাধা সৃষ্টির যে অভিযোগ এনেছেন মঞ্জু, তা ভিত্তিহীন। পুলিশ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভূক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। তারই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের ধরা হয়েছে।

কামাল বলেন, যাদেরকে ধরা হয়েছে তাদের একজন নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তালেব মোল্লা। তার বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে। খুলনা সিএসডি গুদামের চাল আত্মসাতে অভিযুক্ত জুলফিকার আলী ভুট্টোও আছেন গ্রেপ্তারের তালিকায়। তিনি পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। সম্প্রতি তিনি জেল থেকে বের হয়েছেন। গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধেও নির্দিষ্ট মামলা রয়েছে।

কামাল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি আওয়ামী লীগে কোন সন্ত্রাসী থাকে, তাহলে তাকেও গ্রেপ্তার করা হোক। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ভূমিকা গ্রহণ করা হবে না।’

দলমত নির্বিশেষে মানুষ উন্নয়নের স্বার্থে খালেকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘খুলনায় নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপিরও বেশ কিছু কাউন্সিলর প্রার্থীও তালুকদার খালেকের পক্ষে ভোট চাইছেন। এ অবস্থায় নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করে নজরুল ইসলাম মঞ্জু মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

গণজোয়ারে ভীত মঞ্জু অপকৌশলে: আ. লীগ

আপডেট সময় ০৬:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ঘণ্টা তিনেকের মধ্যে আবার প্রচারে ফিরতে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ঘোষণাকে অপকৌশল বলছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলের প্রার্থী তালুকদার আবদুল খালেকের নির্বাচন সমন্বয়কারী এস এম কামাল হোসেন বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নৌকার পক্ষে গণজোয়ারে ভীত হয়ে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মঞ্জু বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন। তিনি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করে ফয়দা লোটার চেষ্টা করছেন।’

বিভিন্ন মামলার আসামি ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ এনে সকাল সাড়ে নয়টায় ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রার্থী মঞ্জু। তবে দুপুরে আরেক সংবাদ সম্মেলনে তিনি প্রচারে ফেরার কথা জানিয়ে বলেন, বিএনপি কোনোভাবেই নির্বাচন থেকে সরে দাঁড়াবে না।

বেলা দুই টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন খালেকের সমন্বয়কারী এসএম কামাল হোসেন। এ সময় খালেকের প্রধান নির্বাচন সমন্বয়কারী জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনার রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হকও উপস্থিত ছিলেন।

কামাল বলেন, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্বাচনী কাজে বাধা সৃষ্টির যে অভিযোগ এনেছেন মঞ্জু, তা ভিত্তিহীন। পুলিশ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভূক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। তারই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের ধরা হয়েছে।

কামাল বলেন, যাদেরকে ধরা হয়েছে তাদের একজন নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তালেব মোল্লা। তার বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে। খুলনা সিএসডি গুদামের চাল আত্মসাতে অভিযুক্ত জুলফিকার আলী ভুট্টোও আছেন গ্রেপ্তারের তালিকায়। তিনি পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। সম্প্রতি তিনি জেল থেকে বের হয়েছেন। গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধেও নির্দিষ্ট মামলা রয়েছে।

কামাল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি আওয়ামী লীগে কোন সন্ত্রাসী থাকে, তাহলে তাকেও গ্রেপ্তার করা হোক। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ভূমিকা গ্রহণ করা হবে না।’

দলমত নির্বিশেষে মানুষ উন্নয়নের স্বার্থে খালেকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘খুলনায় নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপিরও বেশ কিছু কাউন্সিলর প্রার্থীও তালুকদার খালেকের পক্ষে ভোট চাইছেন। এ অবস্থায় নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করে নজরুল ইসলাম মঞ্জু মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।’