অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম ইসমাইল হোসেন শামীম (৩৮)। আটক ইসমাইল হোসেন শামীম উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের একজন ব্যবসায়ী।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বিকৃত ছবি শামীম তার ফেমসবুক আইডি থেকে শেয়ার করেন। এমন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নলুয়া ভূঁইয়ারহাট বাজারে তার দোকান থেকে তাকে আটক করা হয়।
কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নিবু রঞ্জন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শামীমের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে বৃহস্পতিবার একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























