ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

বিএসএমইউতে হচ্ছে এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এটা নির্মিত হলে দেশের মানুষকে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহেদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, `সরকার রোগীদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে শিগগিরই ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এরপর আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া বর্তমানে ৫ হাজার নার্স নিয়োগ দেওয়ার কার্যক্রম চলছে।’

বাংলাদেশের স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে বিএসএমএমইউ হাসপাতালটির ব্যাপক অবদান রয়েছে। এখানে উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে চিকুনগুনিয়া নিয়ে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আরও উন্নত চিকিৎসা শিক্ষা ও সেবা দেওয়াসহ অধিকতর গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে হবে।

সেমিনারে ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. তানভীর ইসলাম লিখিত প্রবন্ধে উল্লেখ করেন, ‘চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবকালে জ্বর এবং গিঁটে ব্যথা নিয়ে যারা আসেন তাদের ৮০ ভাগই চিকুনগুনিয়ায় আক্রান্ত। বাজারে প্রচলিত চিকুনগুনিয়া শনাক্তকারী আইসিটি টেস্টের প্রথম সপ্তাহে রোগ শনাক্ত করার ক্ষমতা অত্যন্ত কম। তাই জ্বরের প্রথম সপ্তাহে কোনও রক্ত পরীক্ষা করে চিকুনগুনিয়া শনাক্ত করা জরুরি নয়। আক্রান্ত রোগীদের প্রায় ৪০ শতাংশের ক্ষেত্রে গিঁটে ব্যথা দীর্ঘস্থায়ী হয়। এই রোগে জটিলতার হার অত্যন্ত কম। রোগের উপসর্গ কাছাকাছি হওয়ায় চিকুনগুনিয়ার পাশাপাশি রোগীর ডেঙ্গু আছে কিনা, তা জানাটাও জরুরি ‘

বক্তারা বলেন, চিকুনগুনিয়া মশাবাহিত রোগ। বর্ষা মৌসুমে এ রোগের প্রাদুর্ভাব বাড়ে। এ বছর গ্রীষ্মকালেই প্রচুর ঝড়-বৃষ্টি হচ্ছে। তাই এ রোগ প্রতিরোধে মশানিধন কার্যক্রম জোরদার করতে হবে। এ রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসা শাস্ত্রের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞগণকে (মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ) নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

চিকুনগুনিয়া নিয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্যানেলিস্ট হিসেবে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

সেমিনার শেষে বি ব্লকের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানো হয়। এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহেদ মালেকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

এছাড়া দিবসটি উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

এসময় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

বিএসএমইউতে হচ্ছে এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এটা নির্মিত হলে দেশের মানুষকে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহেদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, `সরকার রোগীদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে শিগগিরই ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এরপর আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া বর্তমানে ৫ হাজার নার্স নিয়োগ দেওয়ার কার্যক্রম চলছে।’

বাংলাদেশের স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে বিএসএমএমইউ হাসপাতালটির ব্যাপক অবদান রয়েছে। এখানে উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে চিকুনগুনিয়া নিয়ে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আরও উন্নত চিকিৎসা শিক্ষা ও সেবা দেওয়াসহ অধিকতর গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে হবে।

সেমিনারে ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. তানভীর ইসলাম লিখিত প্রবন্ধে উল্লেখ করেন, ‘চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবকালে জ্বর এবং গিঁটে ব্যথা নিয়ে যারা আসেন তাদের ৮০ ভাগই চিকুনগুনিয়ায় আক্রান্ত। বাজারে প্রচলিত চিকুনগুনিয়া শনাক্তকারী আইসিটি টেস্টের প্রথম সপ্তাহে রোগ শনাক্ত করার ক্ষমতা অত্যন্ত কম। তাই জ্বরের প্রথম সপ্তাহে কোনও রক্ত পরীক্ষা করে চিকুনগুনিয়া শনাক্ত করা জরুরি নয়। আক্রান্ত রোগীদের প্রায় ৪০ শতাংশের ক্ষেত্রে গিঁটে ব্যথা দীর্ঘস্থায়ী হয়। এই রোগে জটিলতার হার অত্যন্ত কম। রোগের উপসর্গ কাছাকাছি হওয়ায় চিকুনগুনিয়ার পাশাপাশি রোগীর ডেঙ্গু আছে কিনা, তা জানাটাও জরুরি ‘

বক্তারা বলেন, চিকুনগুনিয়া মশাবাহিত রোগ। বর্ষা মৌসুমে এ রোগের প্রাদুর্ভাব বাড়ে। এ বছর গ্রীষ্মকালেই প্রচুর ঝড়-বৃষ্টি হচ্ছে। তাই এ রোগ প্রতিরোধে মশানিধন কার্যক্রম জোরদার করতে হবে। এ রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসা শাস্ত্রের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞগণকে (মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ) নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

চিকুনগুনিয়া নিয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্যানেলিস্ট হিসেবে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

সেমিনার শেষে বি ব্লকের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানো হয়। এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহেদ মালেকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

এছাড়া দিবসটি উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

এসময় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।