অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর শ্যামপুর এলাকায় বাড়ির উঠান থেকে আবদুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাজশাহীর মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহবুব আলম বলেন, আবদুল মালেক দীর্ঘদিন থেকে পেট ব্যথায় ভুগছিলেন। গতরাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি গত রাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সকালে বাড়ির সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন বৃদ্ধ আব্দুল মালেকের মরদেহ বাড়ির উঠানের পেয়ারে গাছের সঙ্গে ঝুলছে। পরে তারা মতিহার থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে।
এর আগেও তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পরিবার। এরপরও তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতোলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এই ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। আপাতত এই ঘটনায় থানায় এটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























