ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি জানাল শিক্ষা বোর্ড ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী

প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করে নিজেই মামলার বাদী

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের গোপালপুরে সাবেক এক সেনা সদস্যকে জুয়া খেলার কথা বলে নদীর পাড়ে নির্জন জায়গায় নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ কচুরিপানায় লুকিয়ে রাখা হয়।

স্ত্রী রাজিয়া বেগমের পরকীয়ার কারণেই তাকে বলি হতে হয়েছে। শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত রাজিয়ার প্রেমিক সুজন ও তার বন্ধু আব্দুর রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার এ বর্ণনা দেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম নওরিন মাহমুদ এবং আরিফুল ইসলাম তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর সুজন ও রহিমকে আদালত টাঙ্গাইল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোয়েন্দা পুলিশ গত শুক্রবার সুজন ও রহিমকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতারের পর রাজিয়াকেও শনিবার গ্রেফতার করা হয়। রাজিয়াকে রোববার আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ।

তারা উভয়েই জবানবন্দিতে জানিয়েছে, শামীমের স্ত্রী রাজিয়ার সঙ্গে সুজনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে রাজিয়া শামীমকে হত্যার জন্য সুজনের সঙ্গে পরিকল্পনা করেন।

পরিকল্পনার অনুযায়ী, চাকরির কথা বলে রাজিয়া তার স্বামী শামীমকে ২০১৬ সালের ১৭ আগস্ট সাভারে সুজন ও রহিমের কাছে পাঠান। সেখান থেকে তারা ২০ আগস্ট রাতে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত দেড়টার দিকে গোপালপুর পৌঁছার পর সেখানে তাদের আরও একজন সহযোগী অপেক্ষা করছিলো।

পরে জুয়া খেলার কথা বলে শামীমকে ওই তারা বৈরান নদীর পাড়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে শামীমকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শামীমের লাশ বৈরান নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। ঘটনার পর সুজন ও রহিম ভোরবেলায় আবার সাভার চলে যান। গত ২৭ আগস্ট গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সাভারের হেমায়েতপুর থেকে গোপালপুরের গোইজারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সুজন (২৮) ও তার বন্ধু একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহিমকে (৩০) গ্রেফতার করেন। তারা দু’জনেই সাভারে গার্মেন্টস কারখানায় কাজ করতেন। জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশোক কুমার সিংহ জানান, ২০১৬ সালের ১৭ আগস্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শামীম টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরের ভাড়া বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। প্রায় এক সপ্তাহ পর ২৪ আগস্ট গোপালপুর পৌর এলাকার সুন্দর সেতুর কাছে বৈরান নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর তার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে গোপালপুর থানা পুলিশ তদন্ত করে। পরে গত ২৩ ফেব্রুয়ারি এর তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেই মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করে নিজেই মামলার বাদী

আপডেট সময় ১০:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের গোপালপুরে সাবেক এক সেনা সদস্যকে জুয়া খেলার কথা বলে নদীর পাড়ে নির্জন জায়গায় নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ কচুরিপানায় লুকিয়ে রাখা হয়।

স্ত্রী রাজিয়া বেগমের পরকীয়ার কারণেই তাকে বলি হতে হয়েছে। শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত রাজিয়ার প্রেমিক সুজন ও তার বন্ধু আব্দুর রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার এ বর্ণনা দেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম নওরিন মাহমুদ এবং আরিফুল ইসলাম তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর সুজন ও রহিমকে আদালত টাঙ্গাইল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোয়েন্দা পুলিশ গত শুক্রবার সুজন ও রহিমকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতারের পর রাজিয়াকেও শনিবার গ্রেফতার করা হয়। রাজিয়াকে রোববার আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ।

তারা উভয়েই জবানবন্দিতে জানিয়েছে, শামীমের স্ত্রী রাজিয়ার সঙ্গে সুজনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে রাজিয়া শামীমকে হত্যার জন্য সুজনের সঙ্গে পরিকল্পনা করেন।

পরিকল্পনার অনুযায়ী, চাকরির কথা বলে রাজিয়া তার স্বামী শামীমকে ২০১৬ সালের ১৭ আগস্ট সাভারে সুজন ও রহিমের কাছে পাঠান। সেখান থেকে তারা ২০ আগস্ট রাতে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত দেড়টার দিকে গোপালপুর পৌঁছার পর সেখানে তাদের আরও একজন সহযোগী অপেক্ষা করছিলো।

পরে জুয়া খেলার কথা বলে শামীমকে ওই তারা বৈরান নদীর পাড়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে শামীমকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শামীমের লাশ বৈরান নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। ঘটনার পর সুজন ও রহিম ভোরবেলায় আবার সাভার চলে যান। গত ২৭ আগস্ট গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সাভারের হেমায়েতপুর থেকে গোপালপুরের গোইজারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সুজন (২৮) ও তার বন্ধু একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহিমকে (৩০) গ্রেফতার করেন। তারা দু’জনেই সাভারে গার্মেন্টস কারখানায় কাজ করতেন। জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশোক কুমার সিংহ জানান, ২০১৬ সালের ১৭ আগস্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শামীম টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরের ভাড়া বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। প্রায় এক সপ্তাহ পর ২৪ আগস্ট গোপালপুর পৌর এলাকার সুন্দর সেতুর কাছে বৈরান নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর তার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে গোপালপুর থানা পুলিশ তদন্ত করে। পরে গত ২৩ ফেব্রুয়ারি এর তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।