অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই সঙ্গে ৩ বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ী জালিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার শালকী (সন্তোষপাড়া) গ্রামের মৃত সফর আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), একই উপজেলার চক গোপাল গ্রামের তারাবুদ্দিন আহমেদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী গ্রামের আলহাজ ওয়াদুদ মোল্লার ছেলে আবদুল হাই (৪০)। এরা একই মোটরসাইকেলে ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী ইউনুস আলী (৩২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার এএসআই আবদুর রশিদ জানান, শনিবার দিনাজপুর শহরের দিকে একই মোটরসাইকেল দ্রুত গতিতে আসছিল ৩ বন্ধু রবিউল, আনোয়ারুল ও আবদুল হাই। বিকাল সাড়ে ৩টার দিকে পাঁচবাড়ী জালিয়াপাড়া নামক স্থানে এলে বিপরীতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন বন্ধু ছিটকে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ারুল ও আবদুল হাই। অপর বন্ধু রবিউল ইসলামকে দিনাজপুর এম আবদুর রহিমকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















