অাকাশ জাতীয় ডেস্ক:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি বাগানবাড়ির ঝোপ থেকে আকাশ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আলহাজ (৩৫) নামক একজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হাসাড়া গ্রামের খালেক মিয়ার বাগানবাড়ির একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটির বাবা জালাল উদ্দিন জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি গত দুই বছর আগে হাসাড়া গ্রামের গোলাম কিবরিয়ার গরুর ফার্মে দিনমজুরের কাজ করতে আসেন। তিনি তার পরিবার-পরিজন নিয়ে একই গ্রামের রেজার বাড়িতে ভাড়া থাকেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে তার শিশুপুত্র আকাশ বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাতভর অনেক খোঁজাখুঁজির পর সকালে স্থানীয় এক ব্যক্তি জানায় পার্শ্ববর্তী খালেকের বাগানবাড়ির একটি ঝোপে আকাশের লাশ পড়ে আছে।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, লাশের গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির বাবা জালাল উদ্দিন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















