অাকাশ জাতীয় ডেস্ক:
ধর্ষণের শিকার শিশুটিকে পরে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ঘটনাটি ঘটতে পারে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গোকুলপুর গ্রামের আবু তালেবের শিশুকন্যা বাড়ির পাশে খেলা করছিলো। এসময় একই এলাকার পাশের বাড়ির বেলালের ছেলে শান্ত (১৫) শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় লম্পট শান্ত। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে রাত ৮টার দিকে শজিমেক নিয়ে আসেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শান্তকে আটকে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
আকাশ নিউজ ডেস্ক 





















