অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার শেরপুরের বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় বাম হাত হারানো শিশু সুমি খাতুন (৮) কৃত্রিম হাত পাচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী নিজেই উদ্যোগ নিয়েছেন।
বুধবার তিনি সাংবাদিকদের জানান, এক মাস পর শিশু সুমির শরীরে আরেকটি অপারেশন হবে। এরপর তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হবে। তার কৃত্রিম হাতের ব্যবস্থাও করা হচ্ছে।
২২ এপ্রিল এ দুর্ঘটনার পর সুমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক চিকিৎসা ও জেলা প্রশাসক ছাড়াও বিভিন্ন ব্যক্তি আর্থিক সহযোগিতা দিচ্ছেন।
বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন সুমির চিকিৎসার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী ২০ হাজার টাকা দিয়েছেন। এছাড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
বগুড়ার শেরপুরের ফুলতলা দক্ষিণপাড়ার ভ্যানচালক দুলাল খাঁর মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী সুমি ২২ এপ্রিল দুপুরে বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বটতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। তার বাঁ হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ডান হাত, মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়। পরে তার বাঁ হাতটি কেটে ফেলতে হয়।
হাসপাতালের উপপরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, শিশু সুমি বর্তমানে আশঙ্কামুক্ত। কয়েকদিন পর ডান হাতে অপারেশন করা হবে। হাসপাতাল থেকে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা দেয়া হচ্ছে। তিনি আশা করেন, ৩ সপ্তাহের মধ্যেই সুমি সুস্থ হয়ে উঠবে।
এদিকে ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ ট্রাকচালককে গ্রেফতার করতে পারেনি। শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, সুমির চাচা বাদশা খাঁ অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেছেন। চালাককে ধরার চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 





















