অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার পল্লীর ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বোঁচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর মৌজার বোরো ধানের ক্ষেত থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার সময় ধান ক্ষেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে দুই নারী শ্রমিক ধান ক্ষেতে লাশ দেখে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে বোঁচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এলাকার লোকজনের ধারণা ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে দেয়া হয়েছে।
বোঁচাগঞ্জ থানার ওসি আবদুর রৌফ জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















