অাকাশ জাতীয় ডেস্ক:
মাদ্রাসার পড়ায় মন বসে না। মাঝে মাঝেই ছুটে বাড়িতে চলে আসে মেয়েটি। তাই শিক্ষকরা পায়ে শিকল পরিয়ে মেয়েটিকে বেঁধে রাখে। এ অবস্থাতেই মেয়েটির পড়াশোনা, খাওয়াদাওয়া, ঘুমানো ও প্রাকৃতিক কাজ চলছিল। আর এমন বন্দি দশা থেকে মুক্তি পেতে শনিবার গভীর রাতেমেয়েটি পালিয়ে যায়। যখন সবাই গভীর ঘুমে মগ্ন।
ভোরের দিকে চাঁচকৈড় বাজার এলাকায় একটি মেয়েকে শিকলসহ দেখে স্থানীয়দের নজরে আসে। মেয়েটিকে তারা আটকে রেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে শিকলসহ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় পাঁচশিশা মহিলা কওমি মাদ্রাসার পরিচালককে পুলিশ আটক করে।
আটক মাদ্রাসা পরিচালক জহুরুল ইসলাম জানান, মেয়েটি বারবার পালিয়ে যাওয়ায় তার মা-বাবার পরামর্শে তাকে বেঁধে রাখা হতো।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, মাদ্রাসায় মেয়েটিকে বেঁধে রাখা হতো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা পরিচালককে আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















