অাকাশ বিনোদন ডেস্ক:
ভারতের শীর্ষ আইটেম গার্ল রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের লুধিয়ানা কোর্ট। রাখির পক্ষ থেকে তার আইনজীবী জামিন আবেদন করলেও সে আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট। রাখিকে গ্রেপ্তার করার আদেশ দেয়া হয়েছে।
মূলত আদালতে হাজিরা না দেয়ার ফলেই কোর্ট এই আদেশ জারি করে। গত বছরের ৯ই জুলাই অ্যাডভোকেট নরেন্দ্রর আদিয়া রাখির বিরুদ্ধে একটি মামলা করেন। সেখানে আভিযোগ করা হয় রাখি একটি বেসরকারি টেলিভিশনে বালমিকি কমিউনিটির সম্পর্কে যাচ্ছেতাই বক্তব্য দেন। এতে বালমিকি কমিউনিটির আবেগকে আঘাত করা হয়েছে বলে অভিযোগে বলা হয়। তবে পরে এ বিষয়ে রাখি দুঃখ প্রকাশও করেন। কিন্তু তাতে কাজ হয়নি।
এতদিন রাখির আইনজীবী কেবল জামিন আবেদনই করে এসেছেন। কিন্তু হাজিরা দেয়ার কথা থাকলেও রাখি কয়েক দফা কোর্টে এসে হাজির হননি। সর্বশেষ কোর্ট চলতি মাসের ৫ই আগস্ট রাখিকে জামিন দেয় ৭ই আগস্ট কোর্টে এসে হাজিরা দেওয়া ও বন্ড সই করার শর্তে। তা করেননি রাখি। যার ফলে কোর্ট এবার রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো।
আকাশ নিউজ ডেস্ক 






















