অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরের কচুয়ায় বৈশাখী মেলায় জুয়ার আয়োজন করে কয়েকজন যুবক। আর এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত পুলিশের ওপর হামলা করেছে জুয়ারীরা। এ ঘটনায় পুলিশের এসআই মো. মাহবুবুর রহমান গুরুতর আহত হন।
শনিবার দুপুরে উপজেলার নাউপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নাউপুরা বাজার সংলগ্ন মাঠে প্রতি বছর বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয়রা। মেলায় একদল উচ্ছৃঙ্খল যুবক জুয়ার আয়োজন করলে দায়িত্বরত এসআই মো. মাহবুবুর রহমান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়ারিরা তার মাথায় গ্লাস ছুড়ে মারে। এতে তার মাথা ফেটে মারাত্মক জখম হয়।
খবর পেয়ে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মাহবুবুর রহমানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ইউপি সদস্য আব্দুল মমিনকে গ্রেফতার করে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























