অাকাশ স্পোর্টস ডেস্ক:
নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। তবে কিছুদিন আগেই বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্টটি দুইদিন এগিয়ে আনার।অর্থাৎ নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২রা নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। তবে হুট করেই এভাবে দুইদিন আগানোর কারন খুঁজে পাচ্ছিলো না ক্রিকেটপ্রেমীরা। অবশেষে জানা গেলো কারন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল জানালেন জমজমাট এই আসর পেছানোর মূল কারন। তার কথা অনুযায়ী, বলিউড তারকা কারিনা কাপুরকে উদ্বোধনী অনুষ্ঠানের আনা নিশ্চিত করতেই নাকি পেছানো হয়েছে এবারের বিপিএল! শেখ সেলিম মিডিয়াকে জানান, “উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিল নভেম্বরের ১ তারিখে। কারিনার পিএসের সাথে আমাদের কথা হয়েছে। তিনিই আমাকে বললেন উদ্বোধনী অনুষ্ঠান একদিন আগাতে। ”
তবে যে বলিউড তারকার জন্য আগানো হয়েছে বিপিএল। এখনো অনিশ্চিত উদ্বোধনী অনুষ্ঠানে তার আগমন। এক্ষেত্রে বিকল্প চিন্তাও করেছেন শেখ সেলিম। তিনি জানিয়েছেন, কারিনা কাপুরকে না পেলে আরেক বলিউড তারকা শিল্পা শেঠিকে আনতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল।
উল্লেখ্য, এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ৩১ই অক্টোবর। জানা গেছে, খ্যাতনামা দেশি শিল্পীদের মনোমুগ্ধকর সব পারফর্মেন্স থাকছে এইবারের অনুষ্ঠানে। পাশাপাশি ভারত থেকেও শিল্পী আনছে বিপিএল গভর্নিং কাউন্সিল। কারিনা কাপুরের আসাটা অনিশ্চিত হলেও অরিজিৎ সিংয়ের আসাটা নিশ্চিত।
চমক এখানেই শেষ নয়। আরো জানা গিয়েছে, এবারের বিপিএলে অতিরিক্ত চমক যোগাতে আয়োজন করা হচ্ছে সার্কাস! এর মধ্যে চাইনিজ একটি সার্কাস কোম্পানির সঙ্গে যোগাযোগও নাকি করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়া ভারতীয় একটি ড্যান্স গ্রুপের ৩০ মিনিটের পরিবেশনাও নাকি থাকছে!
আকাশ নিউজ ডেস্ক 



















