অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের দেলদুয়ারে ভাগ্নের বেপরোয়া মোটরসাইকেল বাইসাইকেলে থাকা মামাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-দেলদুয়ারে উপজেলার কুমুরিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে রাব্বি (১৬) ও টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের তাজু বয়াতীর ছেলে আরফান (৫৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আটিয়া ইউনিয়নের টাঙ্গাইল-নাগরপুর সড়কের গোমজানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দেলদুয়ার থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন মামা আরফান। এ সময় ভাগ্নে রাব্বির দ্রুতগতির মোটরসাইকেল মামা আরফানকে সজোরে ধাক্কা দেয়। এতে মামা-ভাগ্নেসহ অপর একজন গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাগ্নে রাব্বি ও মামা আরফানকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















