অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সিরিয়ার শাসকগোষ্ঠী বা দেশটিতে তার মিত্রদের বিরুদ্ধে নয় বরং এ হামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে রাসায়নিক হামলার সক্ষমতা বিনষ্ট করে দেওয়ার জন্যে এবং একদিনের মধ্যেই এধরনের হামলার ঘোষণা দেওয়া হবে।
প্যারিসে দেয়া এ বক্তব্যে ম্যাকে্রাঁ আরো বলেন, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ তার টিকে থাকার নিশ্চয়তায় ইসরায়েলি সীমান্তে অগ্রসর হচ্ছেন যা চুক্তির লঙ্ঘন। রাশিয়ার সেনাবাহিনী তাকে টিকিয়ে রাখার জন্যে গোপনে সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে আসাদের সেনা বাহিনীর হাতে রাসায়নিক হামলায় দেশটিতে অনেক মানুষ মারা যাচ্ছে।
ম্যাকে্রাঁ বলেন, সিরিয়ায় এধরনের পরিস্থিতিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ছাড়াও মিত্রদের সঙ্গে আমরা কৌশল ও প্রযুক্তিগত তথ্য আদান প্রদান করছি। এবং সিরিয়ায় হামলার ব্যাপারে শিগগির ঘোষণা আসছে। জাতিসংঘের নিরপত্তা পরিষদের সিদ্ধান্তের বাইরে এধরনের সামরিক হামলা করা হবে।
এদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার ফ্রান্স সফরের আগে সিরিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে সিরিয়ায় হামলায় অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সৌদি ক্রাউন প্রিন্স বলেন, আমাদের মিত্র দেশগুরো চাইলে সৌদি আরব সিরিয়ায় এ হামলায় শামিল হতে চায়।
আকাশ নিউজ ডেস্ক 





















