অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আদর করার সময় মামার কোল থেকে পড়ে তিন মাস বয়সী ভাগ্নে আবদুল্লাহ আল হোসাইনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে ফতুল্লার আমতলা দক্ষিণ শরীফবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল্লাহ আল হোসাইন ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকার বজলুর রহমানের ছেলে।
বজলুর রহমানের চাচা আলী আকবর পরিবারের বরাত দিয়ে জানান, বজলুর রহমান আমতলা দক্ষিণ শরীফবাগ এলাকার আবুল ভাণ্ডারীর মেয়ে নাজমা বেগমকে বিয়ে করেছে। বিয়ের পর তাদের প্রথম পুত্র সন্তান জন্ম হয়েছে। রোববার সকালে নাজমা তার সন্তানকে টিকা দেয়ার কথা বলে বাবার বাড়ি আসে।
সোমবার বিকালে নাজমার ছোট ভাই আনোয়ার হোসেন তার ভাগ্নে আবদুল্লাহ আল হোসাইনকে কোলে নিয়ে আদর সোহাগ করছিল। এসময় হঠাৎ কোল থেকে নিচের দিকে মাথা দিয়ে পড়ে যায়। এতে আবদুল্লাহ আল হোসাইনের মৃত্যু হয়।
শিশুপুত্রের মৃত্যুতে শোকাহত বাবা মা কোনো মন্তব্য করেনি। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, এটি একটি দুর্ঘটনা। তারা পারিবারিকভাবে শিশুর দাফন করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























