অাকাশ জাতীয় ডেস্ক:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১০ নম্বর এলাকায় পুলিশ ফাঁড়ির ছাউনিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এতে এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম আশীষ পাল।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ২৪ বছর বয়সী আশীষের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার ঘাসেরখিল গ্রামে।
বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই ) লতিফ জানান, রাতে নতুন লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর হঠাৎ তার ছিঁড়ে পুলিশ ফাঁড়ির ছাউনির উপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনস্টেবল আশীষ মারা যায়।
এছাড়া তার ছিঁড়ে পড়ার পর আগুন ধরে গেলে আশপাশে থাকা বন বিভাগের একটি শুল্ক ফাঁড়ি, জেলা পরিষদের টোল শুল্ক ও পুলিশ ফাঁড়ি অনেক অংশ পুড়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 






















