ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যরাতে বরিশালে আগুনে পুড়ল ৭ দোকান তাদের জনসমর্থনের জোয়ার দেখে,ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে: নাহিদ ইন্দোনেশিয়ায় পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৮২ তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,এটাকে হাইপার প্রোপাগান্ডা বলে : রিজভী আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না: জামায়াত আমির ‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায় সরকারকে নিতে হবে: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দি খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠনকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মওদুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে এত দিন যারা চিকিৎসা দিয়ে আসছেন তাদের দিয়েই তার চিকিৎসা করাতে হবে। কোনো কারণে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে সেই দায় সরকারকে নিতে হবে বলেও হুশিয়ার করেন তিনি।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, ‘সরকার মেডিকেল বোর্ড করেছে। এই সরকার মানুষকে দেখানোর জন্য নানা রকমের কৌশল অবলম্বন করেছে। এটা দুরভিসন্ধিমূলক। সরকার যে মেডিকেল বোর্ড গঠন করেছে তা লোক দেখানো।’

এ সময় সংশোধিত জেলকোড অনুযায়ী কেউ জেলে যাওয়ার আগে যে চিকিৎসকের অধীনে চিকিৎসা নিতেন ওই চিকিৎসককে দিয়েই তার চিকিৎসার ব্যবস্থা করার নিয়মের কথা স্মরণ করিয়ে দেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘আজকে দুই মাসের উপরে হয়ে গেছে খালেদা জিয়া জেলখানায় আছেন। আমরা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বিএনপি চেয়ারপারসন নিজেই আমাদের বলেছেন- তিনি মোটামুটি ভালোই আছেন। তবে তার ব্যথাটা একটু বেড়েছে।’

মওদুদ বলেন, ‘এখন কাকে দরকার? যারা ১০-২০ বছর ধরে তাকে চিকিৎসা দিয়ে সেবা করেছেন, পরামর্শ দিয়েছেন তাদের। সেই চিকিৎসকই জানতে পারবে কীভাবে রোগীর চিকিৎসা করা যায়। হঠাৎ করে নতুন একজন চিকিৎসক আনবেন এটাতে লাভ হবে না।’

তিনি বলেন, ‘আজকে যদি তার স্বাস্থ্যের কোনো রকমের অবনতি ঘটে তাহলে সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে। এ দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না। আমরা চাই না খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হোক।’

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন প্রসঙ্গে মওদুদ বলেন, ‘তার মুক্তির জন্য আইনি লড়াই করব। পাশাপাশি রাজপথেও থাকব। আইনি লড়াইয়ের সীমাবদ্ধতা আছে, কিন্তু জনতার আন্দোলনের সীমাবদ্ধতা নেই। সময় খুব কম। সে জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। এই আন্দোলনকে ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। তখন সরকার বাধ্য হবে খালেদা জিয়াকে মুক্তি দিতে। এর কোনো বিকল্প নেই। যদি সরকার সমঝোতায় না আসে এর উত্তর রাজপথে দেয়া হবে। খালেদা জিয়াকে নিয়েই একাদশ নির্বাচনে বিএনপি অংশ নেবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভার আয়োজন করে ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী ছাত্র ও যুব ফোরাম।

সংগঠনটির সভাপতি ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, রেহানা আখতার রানু, ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে বরিশালে আগুনে পুড়ল ৭ দোকান

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায় সরকারকে নিতে হবে: মওদুদ

আপডেট সময় ১১:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দি খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠনকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মওদুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে এত দিন যারা চিকিৎসা দিয়ে আসছেন তাদের দিয়েই তার চিকিৎসা করাতে হবে। কোনো কারণে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে সেই দায় সরকারকে নিতে হবে বলেও হুশিয়ার করেন তিনি।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, ‘সরকার মেডিকেল বোর্ড করেছে। এই সরকার মানুষকে দেখানোর জন্য নানা রকমের কৌশল অবলম্বন করেছে। এটা দুরভিসন্ধিমূলক। সরকার যে মেডিকেল বোর্ড গঠন করেছে তা লোক দেখানো।’

এ সময় সংশোধিত জেলকোড অনুযায়ী কেউ জেলে যাওয়ার আগে যে চিকিৎসকের অধীনে চিকিৎসা নিতেন ওই চিকিৎসককে দিয়েই তার চিকিৎসার ব্যবস্থা করার নিয়মের কথা স্মরণ করিয়ে দেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘আজকে দুই মাসের উপরে হয়ে গেছে খালেদা জিয়া জেলখানায় আছেন। আমরা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বিএনপি চেয়ারপারসন নিজেই আমাদের বলেছেন- তিনি মোটামুটি ভালোই আছেন। তবে তার ব্যথাটা একটু বেড়েছে।’

মওদুদ বলেন, ‘এখন কাকে দরকার? যারা ১০-২০ বছর ধরে তাকে চিকিৎসা দিয়ে সেবা করেছেন, পরামর্শ দিয়েছেন তাদের। সেই চিকিৎসকই জানতে পারবে কীভাবে রোগীর চিকিৎসা করা যায়। হঠাৎ করে নতুন একজন চিকিৎসক আনবেন এটাতে লাভ হবে না।’

তিনি বলেন, ‘আজকে যদি তার স্বাস্থ্যের কোনো রকমের অবনতি ঘটে তাহলে সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে। এ দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না। আমরা চাই না খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হোক।’

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন প্রসঙ্গে মওদুদ বলেন, ‘তার মুক্তির জন্য আইনি লড়াই করব। পাশাপাশি রাজপথেও থাকব। আইনি লড়াইয়ের সীমাবদ্ধতা আছে, কিন্তু জনতার আন্দোলনের সীমাবদ্ধতা নেই। সময় খুব কম। সে জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। এই আন্দোলনকে ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। তখন সরকার বাধ্য হবে খালেদা জিয়াকে মুক্তি দিতে। এর কোনো বিকল্প নেই। যদি সরকার সমঝোতায় না আসে এর উত্তর রাজপথে দেয়া হবে। খালেদা জিয়াকে নিয়েই একাদশ নির্বাচনে বিএনপি অংশ নেবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভার আয়োজন করে ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী ছাত্র ও যুব ফোরাম।

সংগঠনটির সভাপতি ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, রেহানা আখতার রানু, ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।