অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গাজা সীমান্তে বিক্ষোভকারীদের ওপর ‘সরাসরি গুলির নীতি’ পরিবর্তন হবে না বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগডোর লাইভেরমেন। গত সপ্তাহের শুক্রবার গাজায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে ১৮ ফিলিস্তিনিকে হত্যার পর বিশ্বব্যাপী সমালোচনার পর বৃহস্পতিবার ইসরায়েলি পাবলিক রেডিওতে তিনি এ মন্তব্য করেন।
গাজা সীমান্তে বিক্ষোভকারীদের হুমকি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যদি কোনো ধরণের উস্কানি দেওয়া হয় তাহলে পরিণতি হবে গত সপ্তাহের মতো। আমরা জড়িতদের ব্যাপারে নিয়ম পরিবর্তন করতে চাই না।
উল্লেখ্য, গত শুক্রবার ভূমি দিবস উপলক্ষে গাজার সীমান্তে হাজার হাজার বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ১৮ ফিলিস্তিনি শাহাদাত বরণ করে।
এদিকে এ সহিংসতায় ইসরায়েলের প্রতি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপ ইউনিয়ন এবং জাতিসংঘের প্রধান অ্যান্তিনিও গুঁতারেস। তবে আহ্বান প্রত্যাখান করে ইসরায়েল জানিয়েছে প্রতিরোধের জন্য ইসরায়েলি সৈন্যদের সরাসরি গুলি করার অধিকার রয়েছে। এদিকে ফিলিস্তিনিরা দাবি করেছে, কোনো ধরণের উস্কানি ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী।
আকাশ নিউজ ডেস্ক 






















