ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা

গর্জন তুললেন নাসির, ‘অশান্ত’ শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

সুসময়ে জেগে উঠলেন নাসির হোসেন! গর্জে উঠল তার ব্যাট। দুর্বার নাজমুল হাসান শান্ত। আবারও ফোটালেন রানের ফোয়ারা। দুজনেই হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তাদের সেঞ্চুরিতে অলিখিত ফাইনালে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩৭৪/৬ রানের পাহাড় গড়েছে আবাহনী লিমিটেড।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামা আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন আনামুল হক বিজয় ও শান্ত। ৫১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে ফেরেন আনামুল। দ্রুত ফিরে যান হানুমা বিহারি ও মোহাম্মদ মিঠুন।

তবে একপ্রান্ত আগলে রাখেন শান্ত। তৃতীয় উইকেটে নাসিরকে নিয়ে ১৮৭ রানের জুটি গড়েন তিনি। শুরুতে কিছুটা মন্থর ব্যাটিং করেন নাসির। ৫৬ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। তবে সেঞ্চুরি তুলে নিতে মোটেও সময় নেননি অধিনায়ক। রূপগঞ্জ বোলারদের পিটিয়ে আর বল খেলেই তিন অঙ্ক স্পর্শ করেন এ হার্ডহিটার। শেষ পর্যন্ত ১২৯ রানে থামেন ফিনিশার। তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ৪ ছক্কায়।

নাসিরের পর সেঞ্চুরি তুলে নেন শান্তও। ৪৩ বলে হাফসেঞ্চুরি করার পর ৯৭ বল মোকাবেলায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ১০৭ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রানের নান্দনিক ইনিংস খেলে ফেরেন এ বাঁহাতি। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এ নিয়ে এবারের আসরে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে ঢুকে গেলেন তিনি। পাঁচ সেঞ্চুরি নিয়ে চূড়ায় আছেন মোহাম্মদ আশরাফুল।

শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ৮ বলে ৪ ছক্কায় ২৮ রানের ঝড়ো ক্যামিওতে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ গড়ে শিরোপাপ্রত্যাশীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ

গর্জন তুললেন নাসির, ‘অশান্ত’ শান্ত

আপডেট সময় ০৪:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

সুসময়ে জেগে উঠলেন নাসির হোসেন! গর্জে উঠল তার ব্যাট। দুর্বার নাজমুল হাসান শান্ত। আবারও ফোটালেন রানের ফোয়ারা। দুজনেই হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তাদের সেঞ্চুরিতে অলিখিত ফাইনালে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩৭৪/৬ রানের পাহাড় গড়েছে আবাহনী লিমিটেড।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামা আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন আনামুল হক বিজয় ও শান্ত। ৫১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে ফেরেন আনামুল। দ্রুত ফিরে যান হানুমা বিহারি ও মোহাম্মদ মিঠুন।

তবে একপ্রান্ত আগলে রাখেন শান্ত। তৃতীয় উইকেটে নাসিরকে নিয়ে ১৮৭ রানের জুটি গড়েন তিনি। শুরুতে কিছুটা মন্থর ব্যাটিং করেন নাসির। ৫৬ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। তবে সেঞ্চুরি তুলে নিতে মোটেও সময় নেননি অধিনায়ক। রূপগঞ্জ বোলারদের পিটিয়ে আর বল খেলেই তিন অঙ্ক স্পর্শ করেন এ হার্ডহিটার। শেষ পর্যন্ত ১২৯ রানে থামেন ফিনিশার। তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ৪ ছক্কায়।

নাসিরের পর সেঞ্চুরি তুলে নেন শান্তও। ৪৩ বলে হাফসেঞ্চুরি করার পর ৯৭ বল মোকাবেলায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ১০৭ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রানের নান্দনিক ইনিংস খেলে ফেরেন এ বাঁহাতি। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এ নিয়ে এবারের আসরে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে ঢুকে গেলেন তিনি। পাঁচ সেঞ্চুরি নিয়ে চূড়ায় আছেন মোহাম্মদ আশরাফুল।

শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ৮ বলে ৪ ছক্কায় ২৮ রানের ঝড়ো ক্যামিওতে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ গড়ে শিরোপাপ্রত্যাশীরা।