অাকাশ জাতীয় ডেস্ক:
সচিবালয়ে হঠাৎ অুসস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার বিকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফয়েজ আহাম্মদ দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে নিজের দপ্তরে অবস্থানের সময় হঠাৎ করে বাম হাতে শক্তি পাচ্ছিলেন না মন্ত্রী। পরে তাকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফয়েজ আহাম্মদ আরও জানান, ‘সবকিছু স্বাভাবিক আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উনাকে রেস্ট নিতে বলেছেন। তিনি (মন্ত্রী) স্বাভাবিকভাবে কথা বলছেন। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।’
মন্ত্রীর একান্ত সচিব বলেন, মন্ত্রীর মাথার সিটিস্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট নরমাল বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তাকে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে চিকিৎসক। আগামীকাল হয়তো তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া দৈনিক আকাশকে জানান, মন্ত্রী হঠাৎ করে বাম হাত নাড়াতে পারছিলেন না, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার মন্ত্রীকে হাসপাতালে থাকতে হবে বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 





















