ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

বাংলাদেশ পুলিশ এখন বিশ্বের কাছে রোল মডেল: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

‘হলি আর্টিজানে হামলার খুব অল্প সময়ে দেশব্যাপী জঙ্গিবাদ দমনে পুলিশ যে ভূমিকা পালন করেছে, তা বিশ্বের কাছে বিস্ময়। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।’

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

মাদককে সামাজিক সমস্যা তাই এটিকে সামাজিক ভাবে রুখতে হবে উল্লেখ করে ড. জাবেদ পাটোয়ারি বলেন, ‘মাদককে পুলিশি সমস্যা হিসেবে দেখলে ভুল হবে। এটি সমাজিক সমস্যা, সামাজিকভাবেই রুখতে হবে। উৎস জনগণের সমন্বিত প্রচেষ্টায় মাদক সমস্যার সমাধান সম্ভব। তাই এ সমস্যার সঠিক মোকাবেলা করতে সকলকে সমান ভাবে দায়িত্ব নিতে হবে এবং এগিয়ে আসতে হবে।’

বাংলাদেশে মাদক উৎপাদিত হচ্ছে না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মাদকের উৎপাদনস্থল খুঁজতে গিয়ে দেখা যায় সীমান্ত অতিক্রম করে মাদক বাংলাদেশে আসে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে একটি বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন এবং তাদের কর্তব্য পালন করছেন। তবুও বাংলাদেশের বাহির থেকে মাদক আসছে। সমস্যাটিকে সঠিকভাবে মোকাবেলা করতে হলে উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন পর্যায় নিয়ে সমন্বিত কাজ করতে হবে। মাদকের পরিবহন, বিপনন, সেবন ও মাদকসেবীদের চিকিৎসা দেয়া, পূনর্বাসন, সকল স্তর নিয়ে চিন্তা করতে হবে। তাহলে যেভাবে সন্ত্রাস, জঙ্গিবাদকে আমরা রুখে দিতে পেরেছি সেভাবে মাদককেও রুখে দিতে পারব।’

এর আগে পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারিকে রাবি প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং আরএমপির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইজিপিকে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

সমাবেশের প্রধান আলোচক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশি্বক সমস্যাও। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে যেখানে একটি রাস্তাও সিসি ক্যামেরা মুক্ত নয় সেখানেও চলছে সন্ত্রাসী কার্যক্রম।’

আইন বিভাগের শিক্ষার্থী সাদাকাত মাহমুদ ও মেহজাবিন কথার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং রাবির সভাপতি সুমাইয়া রহমান কান্তি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুলিশ এখন বিশ্বের কাছে রোল মডেল: আইজিপি

আপডেট সময় ০৯:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

‘হলি আর্টিজানে হামলার খুব অল্প সময়ে দেশব্যাপী জঙ্গিবাদ দমনে পুলিশ যে ভূমিকা পালন করেছে, তা বিশ্বের কাছে বিস্ময়। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।’

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

মাদককে সামাজিক সমস্যা তাই এটিকে সামাজিক ভাবে রুখতে হবে উল্লেখ করে ড. জাবেদ পাটোয়ারি বলেন, ‘মাদককে পুলিশি সমস্যা হিসেবে দেখলে ভুল হবে। এটি সমাজিক সমস্যা, সামাজিকভাবেই রুখতে হবে। উৎস জনগণের সমন্বিত প্রচেষ্টায় মাদক সমস্যার সমাধান সম্ভব। তাই এ সমস্যার সঠিক মোকাবেলা করতে সকলকে সমান ভাবে দায়িত্ব নিতে হবে এবং এগিয়ে আসতে হবে।’

বাংলাদেশে মাদক উৎপাদিত হচ্ছে না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মাদকের উৎপাদনস্থল খুঁজতে গিয়ে দেখা যায় সীমান্ত অতিক্রম করে মাদক বাংলাদেশে আসে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে একটি বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন এবং তাদের কর্তব্য পালন করছেন। তবুও বাংলাদেশের বাহির থেকে মাদক আসছে। সমস্যাটিকে সঠিকভাবে মোকাবেলা করতে হলে উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন পর্যায় নিয়ে সমন্বিত কাজ করতে হবে। মাদকের পরিবহন, বিপনন, সেবন ও মাদকসেবীদের চিকিৎসা দেয়া, পূনর্বাসন, সকল স্তর নিয়ে চিন্তা করতে হবে। তাহলে যেভাবে সন্ত্রাস, জঙ্গিবাদকে আমরা রুখে দিতে পেরেছি সেভাবে মাদককেও রুখে দিতে পারব।’

এর আগে পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারিকে রাবি প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং আরএমপির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইজিপিকে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

সমাবেশের প্রধান আলোচক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশি্বক সমস্যাও। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে যেখানে একটি রাস্তাও সিসি ক্যামেরা মুক্ত নয় সেখানেও চলছে সন্ত্রাসী কার্যক্রম।’

আইন বিভাগের শিক্ষার্থী সাদাকাত মাহমুদ ও মেহজাবিন কথার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং রাবির সভাপতি সুমাইয়া রহমান কান্তি প্রমুখ।