অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লা শহরে সাগর দত্ত নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার বন্ধু সজীব।
ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূঁইয়া হাউস’ নামের ওই বাসা থেকে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাগর দত্ত চান্দিনার শংকর দত্তের ছেলে। আর সাগরের আহত বন্ধুর নাম সজীব।
কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া জানান, ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে সাগরের রক্তাক্ত লাশ দেখতে পায়।
আর গুলিবিদ্ধ সজীবকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওই বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকতেন। তবে সেখানে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 






















