অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় এক প্রতিবেশী ভাড়াটিয়ার ঘরে দাওয়াত খেয়ে একই পরিবারের নয়জন অচেতন হয়ে পড়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। ঘরে থাকা টাকা-পয়সা ও মালামাল নিয়ে পালিয়েছে ভাড়াটিয়া পরিবার।
মঙ্গলবার রাতের এই ঘটনায় অচেতন হওয়া ৯ জন হলেন: মোহাম্মদ আলী (৬০), জান্নাত (৭), আবুল হোসেন (৯), সালমা (২৫), সুমাইয়া (৫), জোহরা (৩০), হাবিবা (১২), পপি (২৫) ও অজ্ঞাত নারী (৫০)।
অচেতন হওয়ার পরিবারের প্রতিবেশী তোফায়েল আহমেদ দৈনিক আকাশকে বলেন, এই পরিবারটিকে দীর্ঘদিন ধরে দাওয়াত দিয়ে আসছিল পালিয়ে যাওয়া পরিবারটি। তবে সময়ের অভাবে তারা যেতে পারছিল না। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই পরিবারের সবাই মিলে দাওয়াত খেতে যায়। খাবারে চেতনানাশক কিছু মিশিয়ে দেয়।
ঘরে ফিরে সবাই কিছুটা অস্বস্তি বোধ করেন। এক পর্যায়ে সবাই ঘুমিয়ে পড়লে ভাড়াটিয়া পরিবারের সদস্যরা তাদের ঘরে থাকা নগদ টাকা এবং মালামাল নিয়ে পালিয়ে যায়। এরপর সকালে তারা ঘুম থেকে না ওঠায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের দৈনিক আকাশকে বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি দাওয়াত খাইয়ে ওই পরিবারটিকে অচেতন করে জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে প্রতিবেশী ভাড়াটিয়া।
আকাশ নিউজ ডেস্ক 

























