আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে শিগগিরই দেশটি আবারও ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাব এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। এর আগে গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ৭৫টি দেশের অভিবাসী ভিসা আবেদনপ্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি পরিকল্পনার বিস্তারিত জানাননি। ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নত হওয়া সত্ত্বেও দেশটির বিরুদ্ধে অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করেঠে মার্কিন প্রশাসন।
এমন সিদ্ধান্তের পাকিস্তানের মুখপাত্র বলেন, পুনরায় অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনরায় শুরু জন্য তারা যোগাযোগ শুরু করেছে। ইসলামাবাদ আশা প্রকাশ করেছ সাম্প্রতিক স্থগিতাদেশ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
তাহির হুসেন আন্দ্রাব বলেন, ভিসা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। এটি চলমান আলাচনার বিষয়। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন অভিবাসন নীতি এবং ব্যবস্থার পর্যালোচনার একটি অভ্যন্তরীণ চলমান প্রক্রিয়া, এবং আশা করি যে অভিবাসী ভিসার নিয়মিত প্রক্রিয়াকরণ শিগগিরই পুনরায় শুরু হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















