আকাশ বিনোদন ডেস্ক :
গত ২৫ মার্চ শুরু হয়েছিল কাপিল শর্মার নতুন শো ‘ফ্যামিলি নাইটস টাইম উইথ কাপিল শর্মা’। কপিল শর্মার টিভি প্রত্যাবর্তনের এই শো শুরুর আগে বেশ সাড়া পেলেও শুরুর পর তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক। আর দর্শকের এমন বিরূপ প্রতিক্রিয়া ভালো লাগেনি কাপিল ও চ্যানেল কর্তৃপক্ষের। যার ফলে বন্ধ হয়ে যেতে পারে কাপিলের নতুন শো ‘ফ্যামিলি নাইটস টাইম উইথ কাপিল শর্মা’।
প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না হওয়ায় ‘ফ্যামিলি নাইটস টাইম উইথ কপিল শর্মা’ নিয়ে হতাশ কাপিল। এ পর্যন্ত ছয়বার নিজের শুটিং বাতিল করেছেন তিনি। গুঞ্জন ছিল চন্দন প্রভাকর, কিকু সারদা ও নেহা পেনদেসের চলে যাওয়া বড় প্রভাব ফেলতে পারে কাপিলের নতুন শোয়ে। তবে সে গুঞ্জনে কান দেননি চ্যানেল কর্তারা। তারা আশা করেছিলেন, নতুন শোয়ে নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন কপিল। কিন্তু তা ভক্তদের মনোযোগ এবং ভালোবাসা দুটি আদায় করতেই ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে শোটি থেকে বের হয়ে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে মনোনিবেশ করেছেন চন্দন প্রভাকর, কিকু সারদা ও নেহা পেনদেস। যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন বিগ বস-১১-এর বিজয়ী শিল্পা সিন্ধে।
আকাশ নিউজ ডেস্ক 





















