অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশালে এইচএসসি পরীক্ষার প্রথমদিন বাংলা ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয়জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় একজন, পিরোজপুরে একজন ও ভোলা জেলায় ৪ জন রয়েছেন।
আজ সোমবার সকাল ১০টায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হয়। পরে অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোতে জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ৩৪টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রথম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬৩৬ জন পরীক্ষার্থী।
এবারে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বরিশাল বিভাগের ৬ জেলা বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর ও বরগুনায় ১১৬টি কেন্দ্র থেকে ৬৩ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৩২ হাজার ৪৯৬ ছাত্র এবং ৩০ হাজার ৮৩১ জন ছাত্রী রয়েছে।
পরীক্ষা কেন্দ্র ঘুড়ে জেলা প্রশাসক মো. হাবিববুর রহমান বলেন, পরীক্ষার প্রস্তুতি বেশ ভালো। প্রশ্নপত্র ফাঁসের কোন গুজব বরিশালে নেই। অপরদিকে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব জানান, কঠোর নিরাপত্তার মধ্যে তার কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 























