অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের পর্শি এলাকায় দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।
সোমবার সকাল থেকে শুরু হয় এ উচ্ছেদ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের এক্সিউকেটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মনিরুল হকসহ রাজউক কর্মকর্তারা। উচ্ছেদের সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক মনিরুল হক বলেন, এসব এলাকায় রাজউকের নকশা অনুসারে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। তাই এলাকায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ ও টিলার মাটি সরিয়ে নেয়া হচ্ছে। উপশহরের বসবাসরত অবৈধ ভাবে বসবাসরত আধিবাসীদের উচ্ছেদ করার অন্যতম কারণ হচ্ছে, এখানে রাস্তাঘাট নির্মাণে ঠিকাদারদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। এ উচ্ছেদ অভিযান দুই দিনব্যপী চলবে।
আকাশ নিউজ ডেস্ক 























