অাকাশ জাতীয় ডেস্ক:
পদ্মার দুই তীরের মানুষের স্বপ্নের সেতু বাস্তবায়নের কাজ পরিদর্শনে জন্য দুই দিনের সফরে মুন্সীগন্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার দুপুর পৌনে ২টায় মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর নব নির্মিত হেলিপ্যাডে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করে। এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে এই সার্ভিস এরিয়ার বিশেষ কটেজে তিনি অবস্থান করেন। সেখানেই মাল্টিমিডিয়ার মাধ্যমে পদ্মাসেতুর কাজের অগ্রগতি ও সর্বশেষ তথ্য তুলে ধরেন সেতু কর্তৃপক্ষ। পরবর্তীতে তিনি মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম জানান, রাষ্ট্রপতি মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ থেকে বিকেল সাড়ে ৪টার দিকে প্রকল্প এলাকা পরিদর্শন শুরু করেন। প্রথমে তিনি জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার কুমারভোগে পদ্মাসেতুর বিশেষায়িত কন্সট্রাকশন ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন। পরে সি-বোটে করে কাঁঠালবাড়ির উদ্দেশে যাওয়ার পথে পদ্মা সেতুর কাজের দৃশ্যমান অংশ দেখেন। বিকেল সাড়ে ৫ টায় দিকে তিনি সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের নাওডোবা সার্ভিস এরিয়া-২ এ পৌঁছান। রাষ্ট্রপতির সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পরে সার্ভিস এরিয়া-২ এর একটি বিশেষ কটেজে তিনি রাত্রি যাপন করবেন এবং মঙ্গলবার ঢাকা ফিরবেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলী, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















