আকাশ বিনোদন ডেস্ক :
সম্প্রতি একটা অনুষ্ঠানে রণবীর নিজেই এই ঘটনার কথা জানান | ওঁর একজন ভক্ত নিরপত্তার বাধানিষেধ টপকে কোনোক্রমে ওঁর চেঞ্জিং রুম অবধি পৌঁছে যায়। ‘ আমি চেঞ্জিং রুমে ছিলাম | সম্পূর্ণ নগ্ন | আমি আমার চুল শুকোচ্ছিলাম | হঠাৎ দেখতে পাই একজন আমার ভিডিও তুলছে | অন্ধকার হওয়ার ফলে তার ফোনে ফ্ল্যাশ জ্বেলে সে ভিডিওটা তুলছিল | ফোনে ফ্ল্যাশ জ্বলার ফলেই আমি ওকে দেখেতে পাই | আমি তাকে চিৎকার করে বলি ‘লাইট তো অফ কর লেতা ফির পকড়া নহি যাতা | ‘
এরপর উনি যোগ করেন ‘ আমি ওই অবস্থাতেই ওর দিকে দৌড়ে যাই | ও এতটাই ঘাবড়ে গিয়েছিল যে পলানোর কথা ভুলে গিয়েছিল | একবার কল্পনা করুন‚ আমি সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার দিকে ‘ ওয়ে ওয়ে ‘ বলে দৌড়াচ্ছি | যাই হোক‚ আমি গিয়ে ওকে ধরে ফেলি | প্রথমেই ওর হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দিই | এইটুকু উপস্থিত বুদ্ধি ছিল আমার | ওই ভিডিও যদি প্রকাশ্যে আসতো তা হলে আমার রেপুটেশনের দফারফা হয়ে যেত |
আকাশ নিউজ ডেস্ক 





















