অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি পোশাক তৈরির কারখানায় শুক্রবার গভীর রাতে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
দগ্ধ তিন শ্রমিক হলেন মো. মাঈনুদ্দীন (২১), আল আমিন (২০) ও মো. মাসুম (১৭)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসারত তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের শরীরের বেশির ভাগ পুড়ে গেছে।
দগ্ধ শ্রমিকদের সহকর্মী স্বপন দৈনিক আকাশকে জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে শেওড়াপাড়ার ওই পোশাক কারখানাটিতে আগুন লাগে। এ সময় সেখানে কাজ করছিলেন মাঈনুদ্দীন, আলামিন ও মাসুম। আগুনে তাদের শরীর পুড়ে যায়। পরে তাদেরকে গুরুতর দগ্ধ অবস্থায় ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাঈনুদ্দীনের শরীরের ৮০ ভাগ, আলামিনের ৭৫ ভাগ এবং মাসুমের ৮০ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তবে কীভাবে ওই পোশাক কারখানায় আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ সম্পর্কে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিভেন দৈনিক আকাশকে বলেন, এখন পর্যন্ত ওই আগুন লাগার কোনো প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছায়নি। ফলে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই বলতে পারব না।
আকাশ নিউজ ডেস্ক 

























