আকাশ বিনোদন ডেস্ক :
বলিউডে প্রথমবার কোনো ওয়েব সিরিজে কণ্ঠ দিতে যাচ্ছেন সোনম। ২০১৯ সালের মধ্য সময়ে হিন্দি ভাষায় মুক্তি পাবে এই অ্যানিমেটেড ওয়েব সিরিজটি।
হলিউড তারকাদের হরহামেশাই বিভিন্ন অ্যানিমেশন ছবিতে কণ্ঠ দিতে দেখা যায়। বলিউডে এর সংখ্যা খুবই নগণ্য। আর এই তালিকায় নতুনভাবে যোগ হলেন ‘সাওয়ারিয়া’খ্যাত এই তারকা সোনম কাপুর। ডেকান ক্রনিকেলসের খবরে প্রকাশ,
ওয়েব সিরিজটির প্রোডাকশন বিভাগের একটি সূত্র মিডডেকে জানায়, প্রথমে সোনম কাপুর এই ওয়েব সিরিজে কণ্ঠ দিতে রাজি ছিলেন না। পাণ্ডুলিপি পড়ে তিনি ওয়েব সিরিজটিতে কণ্ঠ দিতে রাজি হয়েছেন। সিরিজটিতে তার চরিত্রটি কঠিন এবং নারী অধিকার নিয়ে বেশ কিছু শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে ছবিটিতে।
বর্তমানে দালক্যুয়ের ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন সোনম ‘জয়া ফ্যাক্টর’ এই ছবিতে সালমানের বিপরীতে অভিনায় করেছেন তিনি। এ ছাড়াও সম্প্রতি শেষ করেছেন ‘ভিড়ে ডি ওয়েডিং’ ছবির কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। হাতে রয়েছে ‘এক লাড়কি কো দেখা জো অ্যায়সা লাগা’ ছবির কাজ। যেখানে বাবা অনিল কাপুরের সঙ্গে অভিনয় করবেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 





















