অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মর্জিনা বেগম জয়ী হয়েছেন। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মৃত আব্দুল মোত্তালেব মন্ডলের স্ত্রী।
বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে মোট ১০টি কেন্দ্রে ২২ হাজার ৬৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬ হাজার ৯৮৭ জন। ধানের শীষ প্রতীক নিয়ে মর্জিনা বেগম পেয়েছেন ৮ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ও মালঞ্চা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল হাকিম ৭ হাজার ৩১৬ ভোট পেয়েছেন।
কাহালু উপজেলায় কোনো নারী চেয়ারম্যান প্রার্থীর বিজয় এটাই প্রথম। আব্দুল মোত্তালেব মন্ডলের মৃত্যুতে বৃহস্পতিবার এ ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















