অাকাশ স্পোর্টস ডেস্ক:
শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের। বর্তমানে তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। গত ২ আগস্ট থেকে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
দিলীপ কুমারের জন্য চিকিৎসকদের একটি দল গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই দলের সদস্য ডা. জালাল ডি পার্কার বলেন, দিলীপ কুমার ভালো নেই। তার ডায়লিসিস চলছে। কিন্তু ভেন্টিলেশনে দেয়া হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দিলীপ কুমারের বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। হাসপাতালে অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী অভিনেত্রী সায়রাবানু। এছাড়া বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন দিলীপ কুমার। গত বছরের ডিসেম্বরেও জ্বর এবং পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























