ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

ওবায়দুল কাদেরের বক্তব্যের বিরোধিতা

অাকাশ জাতীয় ডেস্ক: 

সংসদে প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশ নেয়ার সুযোগ থাকবে না বলে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী।

ক্ষমতসীন দলের সাধারণ সম্পাদক সরকারের সিদ্ধান্ত জানানোর পরদিন বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচনকালীন সরকারে কেবল বর্তমান সরকারের প্রতিনিধিত্ব থাকলে ভোট কখনও সুষ্ঠু হবে না।

বর্তমান সংসদের প্রতিনিধিদের নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন হলে সেটি সাম্প্রতিককালের ‘সেরা প্রহসন’ হবে বলেও মনে করেন রিজভী। বলেন, ‘বর্তমান সংসদে তো জনগণের কোনো প্রতিনিধি নেই। এরা গণতন্ত্রকে দূরের তারা বানিয়েছেন।’

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকালীন সরকার হবে বর্তমান সংসদে প্রতিনিধিত্বশীল সদস্যদের নিয়ে।’

বিএনপি ২০১২ সাল থেকেই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে। দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে তারা। ওই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। এমনকি বিএনপি কোন মন্ত্রণালয় নিতে চায়, সেটিও বেছে নেয়ার সুযোগ দেন তারা। কিন্তু সে আহ্বান প্রত্যাখ্যান করেন সংসদে সে সময়ের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।

এবার ভোটের আগে সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার হবে, সেটি সরকারের চার বছর পূর্তির দিন গত ১২ জানুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে স্পষ্ট করেছেন।

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি ভুলে নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার পক্ষে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এর মধ্যেও ওবায়দুল কাদেরের বক্তব্যের বিরোধিতা করেছেন রিজভী।

বিএনপি নেতা বলেন, ‘স্বৈরাচারী সরকারের দ্বারা নির্বাচনকালীন সরকার গঠিত হলে তা হবে একদিকে যেমন অবৈধ, তেমনি অন্যদিকে তাদের দ্বারা কখনোই সুষ্ঠু, অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়া সম্ভব নয়।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনি (কাদের) ঠিকই বলেছেন, কারণ এজন্যই আপনি কয়েকদিন আগে বলেছিলেন, সামনে নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত এটি শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সুতরাং একতরফা নির্বাচন করতে আপনারা যে সবকিছু ঠিকঠাক করে রেখেছেন এটি কারো জানতে বাকি নেই।’

২০০১৪ সালের ৫ জানুয়ারি সরকার নির্বাচন করতে পারলেও এবার ‘গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রা’ প্রতিহত করতে পারবে না হুঁশিয়ারি দেন বিএনপি নেতা।

‘খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদন বেআইনি’
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদতের আবেদনকে বেআইনি বলে দাবি করেছেন রিজভী। তিনি বলেন, ‘এটি দুদকের আইনে নেই। উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন, বিষয়টি আইনে আছে কি না সেটির ব্যাখ্যা প্রয়োজন। তারা আরও বলেছেন, যেহেতু উভয় পক্ষই বিষয়টি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছেন সেহেতু ব্যাপারটির ব্যাখ্যা প্রয়োজন।’

‘উচ্চ আদালতের বিচারকদ্বয় এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাহলে এটি অত্যন্ত সুস্পষ্ট যে, দুদক রিভিউ পিটিশনটি স্বপ্রণোদিত হয়ে করেনি বরং সরকারের নির্দেশেই দুদক এটি করেছে। উদ্দেশ্য হচ্ছে বেগম জিয়াকে অত্যুগ্র মাত্রায় হয়রানি করা।’

বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরের বক্তব্যের বিরোধিতা

আপডেট সময় ০২:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

সংসদে প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশ নেয়ার সুযোগ থাকবে না বলে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী।

ক্ষমতসীন দলের সাধারণ সম্পাদক সরকারের সিদ্ধান্ত জানানোর পরদিন বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচনকালীন সরকারে কেবল বর্তমান সরকারের প্রতিনিধিত্ব থাকলে ভোট কখনও সুষ্ঠু হবে না।

বর্তমান সংসদের প্রতিনিধিদের নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন হলে সেটি সাম্প্রতিককালের ‘সেরা প্রহসন’ হবে বলেও মনে করেন রিজভী। বলেন, ‘বর্তমান সংসদে তো জনগণের কোনো প্রতিনিধি নেই। এরা গণতন্ত্রকে দূরের তারা বানিয়েছেন।’

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকালীন সরকার হবে বর্তমান সংসদে প্রতিনিধিত্বশীল সদস্যদের নিয়ে।’

বিএনপি ২০১২ সাল থেকেই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে। দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে তারা। ওই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। এমনকি বিএনপি কোন মন্ত্রণালয় নিতে চায়, সেটিও বেছে নেয়ার সুযোগ দেন তারা। কিন্তু সে আহ্বান প্রত্যাখ্যান করেন সংসদে সে সময়ের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।

এবার ভোটের আগে সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার হবে, সেটি সরকারের চার বছর পূর্তির দিন গত ১২ জানুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে স্পষ্ট করেছেন।

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি ভুলে নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার পক্ষে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এর মধ্যেও ওবায়দুল কাদেরের বক্তব্যের বিরোধিতা করেছেন রিজভী।

বিএনপি নেতা বলেন, ‘স্বৈরাচারী সরকারের দ্বারা নির্বাচনকালীন সরকার গঠিত হলে তা হবে একদিকে যেমন অবৈধ, তেমনি অন্যদিকে তাদের দ্বারা কখনোই সুষ্ঠু, অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়া সম্ভব নয়।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনি (কাদের) ঠিকই বলেছেন, কারণ এজন্যই আপনি কয়েকদিন আগে বলেছিলেন, সামনে নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত এটি শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সুতরাং একতরফা নির্বাচন করতে আপনারা যে সবকিছু ঠিকঠাক করে রেখেছেন এটি কারো জানতে বাকি নেই।’

২০০১৪ সালের ৫ জানুয়ারি সরকার নির্বাচন করতে পারলেও এবার ‘গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রা’ প্রতিহত করতে পারবে না হুঁশিয়ারি দেন বিএনপি নেতা।

‘খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদন বেআইনি’
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদতের আবেদনকে বেআইনি বলে দাবি করেছেন রিজভী। তিনি বলেন, ‘এটি দুদকের আইনে নেই। উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন, বিষয়টি আইনে আছে কি না সেটির ব্যাখ্যা প্রয়োজন। তারা আরও বলেছেন, যেহেতু উভয় পক্ষই বিষয়টি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছেন সেহেতু ব্যাপারটির ব্যাখ্যা প্রয়োজন।’

‘উচ্চ আদালতের বিচারকদ্বয় এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাহলে এটি অত্যন্ত সুস্পষ্ট যে, দুদক রিভিউ পিটিশনটি স্বপ্রণোদিত হয়ে করেনি বরং সরকারের নির্দেশেই দুদক এটি করেছে। উদ্দেশ্য হচ্ছে বেগম জিয়াকে অত্যুগ্র মাত্রায় হয়রানি করা।’

বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।