ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়েছে। প্রথমদিন গতকাল শুক্রবার রাতে ৪১৭ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দায় উড়ে যায়। চট্টগ্রাম শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাত পৌনে ১২টায় ফ্লাইটটি ছাড়ে।

এবার চট্টগ্রাম থেকে সরাসরি ১৫টি হজ ফ্লাইটসহ আরো কয়েকটি সিডিউল ফ্লাইটে হজযাত্রী পাঠানো হচ্ছে। এর মধ্যে প্রথমবারের মতো দুটি ফ্লাইট হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মদিনায় যাবে। বিমানবন্দরে কয়েকজন হজযাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে সরাসরি হজে যেতে পেরে খুশি তাঁরা। তবে ইভিএম ভিসা, ঘরভাড়াসহ নানা জটিলতার কারণে অনেকের ভিসা মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ বলেন, ‘এরই মধ্যেই আমরা সাড়ে সাত হাজারের মতো ক্যাপাসিটি লস করেছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। যার মধ্যে সৌদির স্লট প্রাপ্তি একটি সীমাবদ্ধতা। তবে পরিস্থিতি এখনো আয়ত্ত্বের বাইরে যায়নি।’

ভিসা সমস্যার কারণে বাংলাদেশ বিমানের ১৪টি ফ্লাইট বাতিল হওয়ায় অনেক ক্ষতি হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, যদিও হজযাত্রীদের নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। তারপরও ৩৭ হাজার হজযাত্রী এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন।

রাশেদ খান মেনন বলেন, ‘এই জটিলতাগুলো আমাদের সৃষ্ট নয়, এগুলো সৃষ্টি হয়েছে ভিসা প্রসেসে। এ বছর প্রথম ই-ভিসা শুরু হয়েছে। যার কারণে ই-ভিসার প্রিন্টআউটেও এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। যেমন একটি গ্রুপে যদি ১০০ জন আবেদন করে, তাদের মধ্যে দেখা যাচ্ছে ১৬টির প্রিন্ট আউট বের হচ্ছে না। তাদের আবার অ্যাম্বাসিতে যেতে হচ্ছে।’

এ ছাড়া হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া করতে না পারা, মোয়াল্লেম ফি বাড়ানো, প্যাকেজ নিয়ে যাত্রীদের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানান মন্ত্রী। তা ছাড়া দ্বিতীয়বার বা তৃতীয়বার হজযাত্রার জন্য এবার সৌদি সরকারের দুই হাজার রিয়েল করে বাড়তি চার্জের কারণেও সমস্যা তৈরি হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ১৫টি ফ্লাইটে প্রায় ১৪ হাজার হজযাত্রী সৌদিতে যাবেন। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ২০০ জন হজে যাচ্ছেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।

এর আগে রাতেই চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ, ব্যবস্থাপক (পিআর) শাকিল মিরাজ, বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ইমরুল কায়েস, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু

আপডেট সময় ০৪:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়েছে। প্রথমদিন গতকাল শুক্রবার রাতে ৪১৭ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দায় উড়ে যায়। চট্টগ্রাম শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাত পৌনে ১২টায় ফ্লাইটটি ছাড়ে।

এবার চট্টগ্রাম থেকে সরাসরি ১৫টি হজ ফ্লাইটসহ আরো কয়েকটি সিডিউল ফ্লাইটে হজযাত্রী পাঠানো হচ্ছে। এর মধ্যে প্রথমবারের মতো দুটি ফ্লাইট হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মদিনায় যাবে। বিমানবন্দরে কয়েকজন হজযাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে সরাসরি হজে যেতে পেরে খুশি তাঁরা। তবে ইভিএম ভিসা, ঘরভাড়াসহ নানা জটিলতার কারণে অনেকের ভিসা মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ বলেন, ‘এরই মধ্যেই আমরা সাড়ে সাত হাজারের মতো ক্যাপাসিটি লস করেছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। যার মধ্যে সৌদির স্লট প্রাপ্তি একটি সীমাবদ্ধতা। তবে পরিস্থিতি এখনো আয়ত্ত্বের বাইরে যায়নি।’

ভিসা সমস্যার কারণে বাংলাদেশ বিমানের ১৪টি ফ্লাইট বাতিল হওয়ায় অনেক ক্ষতি হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, যদিও হজযাত্রীদের নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। তারপরও ৩৭ হাজার হজযাত্রী এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন।

রাশেদ খান মেনন বলেন, ‘এই জটিলতাগুলো আমাদের সৃষ্ট নয়, এগুলো সৃষ্টি হয়েছে ভিসা প্রসেসে। এ বছর প্রথম ই-ভিসা শুরু হয়েছে। যার কারণে ই-ভিসার প্রিন্টআউটেও এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। যেমন একটি গ্রুপে যদি ১০০ জন আবেদন করে, তাদের মধ্যে দেখা যাচ্ছে ১৬টির প্রিন্ট আউট বের হচ্ছে না। তাদের আবার অ্যাম্বাসিতে যেতে হচ্ছে।’

এ ছাড়া হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া করতে না পারা, মোয়াল্লেম ফি বাড়ানো, প্যাকেজ নিয়ে যাত্রীদের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানান মন্ত্রী। তা ছাড়া দ্বিতীয়বার বা তৃতীয়বার হজযাত্রার জন্য এবার সৌদি সরকারের দুই হাজার রিয়েল করে বাড়তি চার্জের কারণেও সমস্যা তৈরি হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ১৫টি ফ্লাইটে প্রায় ১৪ হাজার হজযাত্রী সৌদিতে যাবেন। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ২০০ জন হজে যাচ্ছেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।

এর আগে রাতেই চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ, ব্যবস্থাপক (পিআর) শাকিল মিরাজ, বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ইমরুল কায়েস, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির উপস্থিত ছিলেন।