আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৬ তম ব্যাচের ছাত্র ছিল। এখন ইতিহাস বিভাগ থেকেই এম ফিল করছেন। আর সেই কারণে দীর্ঘদিন পর আবারও নিজ ক্যাম্পাসে পা রাখলেন মুশফিক।
একটু অগে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে চিরচেনা নিজ ক্যাম্পাসের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, দীর্ঘদিন পর আমার প্রাণের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু ভালো সময় কাটালাম। ’মুশফিকএদিকে হঠাৎ
প্রিয় ক্রিকেটারকে সবুজে ঘেরা নিজ ক্যাম্পাসে দেখতে পেয়ে নানা কমেন্ট করতে থাকেন ভক্তরা। একভক্ত লিখেছেন‘মাশাআল্লাহ্, ভাইয়া সুখে-দুঃখে আছি সবসময় আপনাদেরই পাশে। ভালো থাকবেন সবসময়, ভালো খেলবেন। আপনার বাবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আর দোয়া রইলো। ’
আরেকভক্ত লিখেছেন, ‘ভাই আমাকে না সবসময় আপনাকে নিয়ে জগড়া করতে হয়, কারণ আমি আপনার খেলাকে বেশি ভালোবাসি, আমার বন্ধুরা সাকিবের সাপোর্টার তাই সবসময় জগড়া হয়। আরেকভক্ত লিখেছেন, ‘ভালোবাসার শ্রেষ্ঠ আশ্রয়স্থল হলো যার যার ক্যাম্পাস! যেখানে নবীন হয়ে প্রবেশ করা আর সেখান থেকে কর্মজীবনের পথ নিয়ে বেড়িয়ে পড়া এই তো জীবন।
’আরেকভক্ত লিখেছেন, ‘ভাই আপনি তো তাহলে আমাদের সাভারেই আছেন, তাহলে একটু কষ্ট করে আমাদের বাড়িতে এসে দুইটা ডালভাত খেয়ে যান। আসলে এই গরীব ছেলেটা অনেক খুশি হইতো। আরেকভক্ত লিখেছেন, ‘দারুণ মুশি ভাই। ’
আকাশ নিউজ ডেস্ক 

























