অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা কিউএনএ বলেছে, এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। বার্তা সংস্থাটি এর বেশি কিছু আর জানায়নি।
এর আগে গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত(ইউএই) দাবি করেছে, তাদের দুটি বেসামরিক বিমানের খুব কাছ দিয়ে কাতারের একটি যুদ্ধবিমান বিপজ্জনকভাবে উড়ে গেছে। তবে কাতার ওই দাবি প্রত্যাখ্যান করেছে।
সে সময় বাহরাইন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ নিয়ে বলেছিল, কাতারের যুদ্ধবিমানের কারণে আমিরাতের দুটি বিমান বেশি উঁচুতে উড়তে বাধ্য হয়।
কাতার বলেছে, সংযুক্ত আরব আমিরাত নিজের অপরাধ আড়াল করতে তাদের বিরুদ্ধে ওই অভিযোগ করেছে। আরব আমিরাত মাঝে মধ্যেই কাতারের আকাশসীমা লঙ্ঘন করছে বলে এর আগে দোহার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গত জানুয়ারি থেকে কাতার ও আরব আমিরাত একে অপরের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরও কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে।
সূত্র: পার্স টুডে
আকাশ নিউজ ডেস্ক 
























