আকাশ স্পোর্টস ডেস্ক:
বল টেম্পারিং ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ হলেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। আর যাকে দিয়ে বলের বিকৃতি ঘটানো হয়েছিল সেই ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সময়ের মধ্যে পেশাদার কোন ক্রিকেট খেলায় অংশ নিতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ, সহঅধিনায়ক ওয়ার্নার এবং তরুণ ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট।
ক্রিকেট ডটকম এইউ জানিয়েছে। হয়ত কিছু সময়ের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিবে অস্ট্রেলিয়া।
গত শনিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চল অবস্থায় বল বিকৃতি ঘটান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সিরিজ চলা অবস্থায় আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে নেয়া হয়েছে অভিযুক্ত এই তিন ক্রিকেটারকে। তাদের পরিবর্তে বাকি সিরিজে খেলার জন্য পাঠানো হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, জো বার্নস এবং ম্যাট রেনশকে।
স্মিথের পরিবর্তে চলতি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে টিম পেইনকে।
নিষিদ্ধ হলেও অজি এই ক্রিকেটাররা নিজেদের বিরুদ্ধে আনীত শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। একজন স্বাধীন কমিশনারের অধীনে তারা এটা করতে পারবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























