অাকাশ জাতীয় ডেস্ক:
নড়াইলের লোহাগড়ায় লক্ষীপাশা ইউপির আমাদা গ্রামে ডাকাত আসার মাইকিং করে পুলিশের ওপর হামলা চালিয়ে চার আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে লোহাগড়া থানা পুলিশের একজন এসআই ও তিনজন এএসআই আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি মামলার আসামিরা পাশের কামালপ্রতাপ গ্রামে একটি মাছের ঘেরে ঘুমিয়ে আছে। অভিযান চালিয়ে আমাদা গ্রামের আলী আহম্মেদ খানের ছেলে রাঙ্গু খান (২৭), অহিদার খানের ছেলে নাইস খান (২৫), গ্রাম পুলিশ দাউদ মল্লিকের ছেলে সোহেল মল্লিক (২৩) ও মন্টু মল্লিকের ছেলে সোহেল মল্লিককে (২০) গ্রেপ্তার করে।
এসময় পশ্চিমপাড়া জামে মসজিদের মাইক থেকে ‘গ্রামে ডাকাত পড়েছে’ এমন অপপ্রচার করে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে ৪ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আত্মরক্ষার্থে শর্টগানের ৪ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। এতে গুরুতর আহত হন এসআই গোবিন্দ আকর্ষন, এএসআই আনিসুজ্জামান, কাজী বাবুল ও বাবুল হাসান। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার দুপুরে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন । তবে এ ঘটনায় পুলিশ কোনো আসামীকে আটক করতে পারেনি।
আকাশ নিউজ ডেস্ক 
























