অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং অফিসার মোটরসাইকেল আরোহী আব্দুল কাদের নিহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের কুমিল্লা জেলার লাকসাম সদর উপজেলার মো. মনির হোসেনের ছেলে বলে জানা গেছে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোটরসাইকেল যোগে শেরপুর শহরের উদ্দেশ্যে আসার পথে মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে আসেন আব্দুল কাদের। ঠিক সেই মুহূর্তে বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল কাদের।
আকাশ নিউজ ডেস্ক 






















