অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিশরে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। মাত্র দুজন প্রেসিডেন্ট প্রার্থীর থেকে একজনকে নির্বাচনে জয়ী করার লক্ষ্যে ভোট দিচ্ছে মিশরীয়রা।
মনে করা হচ্ছে, বিরোধী প্রার্থীরা ভোট প্রত্যাখ্যান করায় খুব সহজে আবারো মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন আব্দুল ফাত্তাহ আল সিসি। তার বিরোধী হিসেবে মধ্যপন্থী রাজনীতিবীদ মুসা মোস্তফা মুসা তেমন কিছুই করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
মুসাকে বর্তমান সরকারের সমর্থক বলে মনে করা হয় এবং তিনি সিসির পুনরায় নির্বাচনেরও সমর্থন করেছেন।
মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় ৮৪ মিলিয়ন (৮ কোটি ৪০ লাখ)। আরব দেশগুলোর মধ্যে সর্বাধিক জনসংখ্যার এ দেশটির মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নির্বাচনের আনুষ্ঠানিকতার শুরুতে সাতজন প্রার্থী থাকলেও স্বচ্ছতার অভাবে পাঁচ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তাদের মধ্যে রয়েছেন মানবাধিকার আইনজীবী খালিদ আলী ও সাবেক প্রধানমন্ত্রী আহমদ শফিক।
এছাড়া মিশরীয় সেনাবাহিনীর সাবেক প্রধান সামি আনান প্রথমে নির্বাচনের ঘোষণা দিলেও পরে তিনি তা প্রত্যাহার করেন। তাকে বর্তমান প্রেসিডেন্টের বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল।
বিরোধীরা ভোট বয়কটের ঘোষণা দিয়েছে। তবে সিসির দল ভোটে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে বিভিন্নভাবে আহ্বান করছে।
আকাশ নিউজ ডেস্ক 



















