অাকাশ বিনোদন ডেস্ক:
‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আমিশা পাটেল। কয়েকটি সিনেমায় অভিনয় করার পর পর্দায় তার জৌলুশ কমতে থাকেন। হারিয়ে যায় তার জনপ্রিয়তা, কিন্তু তা স্বত্বেও তিনি খবরের আড়ালে ঢাকা পড়ে যান নি। জানা গেলো, সম্প্রতি তার গায়ে অশালীনভাবে স্পর্শ করেছেন এক ভক্ত!
আমিশা তার অনুরাগীদের সঙ্গে পার্টি কিংবা যোগাযোগ রাখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সম্প্রতি অনুরাগীদের মধ্যে থাকা অবস্থায় খুব খারাপ অভিজ্ঞতা হল আমিশার। কয়েকদিন আগে দিল্লি থেকে একটি অনুষ্ঠান সেরে মুম্বআই ফেরার পথে বিমানবন্দরে অনুরাগীরা ঘিরে ধরেন আমিশাকে। তিনি তাদের সঙ্গে কথা বলেন। অনেকের আবদারে সেলফিও তোলেন। ঠিক তখনই কেউ একজন খারাপ ভঙ্গিতে আমিশার গায়ে হাত দেন।
এদিকে কে তাকে অশ্লীল স্পর্শ করেছেন, তা আলাদা করে বুঝতে পারেননি আমিশা। সূত্রের খবর, ওই ঘটনার পর একজন নাকি আমিশার পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত চলে যান। কিন্তু বহুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেও আমিশার সঙ্গে দেখা হয়নি তার। পরে নায়িকার বাড়ির নিরাপত্তারক্ষীরা পুলিশে ফোন করার কথা বলে ভয় দেখালে সেখান থেকে ব্যক্তিটি বিদায় নেন।
আকাশ নিউজ ডেস্ক 






















