আকাশ স্পোর্টস ডেস্ক:
স্ত্রী হাসিন জাহানকে নির্যাতন, পরকীয়ার, বড় ভাইকে দিয়ে ধর্ষণের এছাড়া ম্যাচ ফিক্সিংয়ের কাজে যুক্ত ইত্যাদির অভিযোগে কয়েকদিন ধরেই অতিষ্ঠ মোহাম্মদ শামির জীবন।
ইতিমধ্যে বোর্ডের চুক্তিতে ফিরেছেন তিনি। আশা ছিলো আইপিএলে খেলবেন। কিন্তু এরই মধ্যে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় এই পেসার।
ভারতীয় জনপ্রিয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে, দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে শামির এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় শামি মাথায় গুরুতর চোট পেয়েছেন। যার কারণে তার মাথায় ও কপালে কমপক্ষে ১০ টি সেলাই দেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























