আকাশ বিনোদন ডেস্ক:
এক হাজার কোটি রুপি খরচ করে ‘মহাভারত’ চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান।
ভারতে এত বড় বাজেটের সিনেমা আগে কখনই হয়নি। আমিরকে কে এত টাকা জোগাচ্ছেন? এ নিয়ে আগ্রহ তৈরি হলে জানা যায়, টাকা ঢালছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি।
আর এ খবর জানিয়েছেন আমির খান। ঘনিষ্ঠমহলকে তিনি জানিয়েছেন, মহাভারতে বিনিয়োগ করবেন মুকেশ আম্বানি।
বর্তমানে ঠগস অব হিন্দুস্তানের শুটিং করছেন আমির। এর কাজ শেষ হলেই মহাভারত নিয়ে কাজ শুরু করবেন।
মহাভারতে কর্ণের চরিত্র সবচেয়ে বেশি পছন্দ করেন আমির। তবে এ ভূমিকায় নিজেকে মানাবে না বলেই কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে চান আমির।
মহাভারতের আরও একটি চরিত্র আমিরের পছন্দ, সেটি অর্জুনের। কিন্তু শরীরের কারণে এ চরিত্রে তাকে মানাবে না বলে মনে করেন আমির।
আকাশ নিউজ ডেস্ক 

























