আকাশ স্পোর্টস ডেস্ক:
ফুটবল মাঠে দুর্দান্ত রোনালদিনহো অবসরের পর রাজনীতির মঞ্চকে বেছে নিলেন। তিনি ইতিমধ্যে ব্রাজিলের রিপাবলিকান পার্টির (পিআরবি) সদস্যপদ গ্রহণ করেছেন। ক্যারিয়ারের শেষ সময় বাজে অবস্থার মধ্যে যাওয়া বার্সেলোনা ও মিলানের এই সাবেক মিডফিল্ডার এ বছরের জানুয়ারিতে অবসরের ঘোষণা দেন।
সর্বশেষ এক অনুষ্ঠানে পিআরবি নেতাদের সঙ্গে ছবি তোলেন রোনালদিনহো। সেলেকাওদের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘দেশের উন্নয়ন এবং আধুনিকায়ন ও ব্রাজিলের জনগণের শান্তি ও সুস্থতার লক্ষ্যে এই দলের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
১৯৯৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন রোনালদিনহো। ২০১৫ সালে সর্বশেষ ক্লাব ফ্লুমিনেনসের হয়ে খেলা এই তারকা ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনায়। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত ২০৭ ম্যাচে ৯৪টি গোল করেছেন। এখানে থেকেই তিনি বর্ষসেরা ফুটবলারের তকমা জিতেছেন।
ব্রাজিলের তারকা ফুটবলারদের অবশ্য রাজনীতিতে যোগ দেয়া কোনো নতুন ঘটনা নয়। এর আগে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোমারিও রাজনীতিতেও নিজের স্থান পাকা করে নিয়েছেন। শুধু তাই নয়, দলবদল করে একজন বিজ্ঞ রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন এক সময়ের এই ক্ষ্যাপাটে স্ট্রাইকার।
এবার এই তালিকায় যোগ দিলেন ব্রাজিলের আরেক নন্দিত ফুটবলার রোনালদিনহো। তার দেখাদেখি অন্যরাও রাজনীতিতে আসেন কিনা সেটাই এখন দেখার। ওয়েবসাইট।
আকাশ নিউজ ডেস্ক 

























