অাকাশ বিনোদন ডেস্ক:
বলিউডে খানদের বন্ধুত্বের কথা সবারই জানা। বিশেষ করে শাহরুখ, আমির এবং সালমান খান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই তিন খানেরই আধিপত্য। বলিউডের ব্যবসাসফল সিনেমা মানেই তিন খান। যখনই কারও সিনেমা মুক্তি পায় একে অপরকে শুভকামনা জানান। একই সঙ্গে এক খান আরেক খানের সিনেমা দেখার জন্য অপেক্ষায় থাকেন।
শুক্রবার শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত নতুন সিনেমা ‘জাব হ্যারি মেট সেজল’ মুক্তি পেয়েছে।
সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমির। এই সিনেমা ব্যবসাসফল হবে বলেও মন্তব্য নায়কের। সিনেমা দেখার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন বলেও টুইট করেছেন আমির। রোমান্টিক কমেডি গল্পের এই সিনেমার পরিচালক ইমতিয়াজ আলী।
আমির খান টুইটারে লেখেন, শাহরুখ, আনুশকা, ইমতিয়াজ তোমাদের জন্য শুভকামনা রইলো। আমি নিশ্চিত এই সিনেমা সাড়া জাগাবে। আমিরের টুইটের জবাব দেন আনুশকা শর্মা। তিনি লেখেন, ধন্যবাদ আমির খান। আমির খানের টুইটের জবাব দেন শাহরুখ। মি. পারফেকশনিস্টের পরবর্তী সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’ নিয়ে টুইট করেন শাহরুখ। শাহরুখ লেখেন, সিনেমার ট্রেলারই রোমাঞ্চকর। তুমি কখন আমার সিনেমা ‘জাব হ্যারি মেট সেজল’ দেখবে তা জানাবে।
আকাশ নিউজ ডেস্ক 






















