অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ চার বছরের শিশু রাজুকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে রংপুর র্যাব-১৩। এসময় চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের গৌরীপুর থানার সূর্যকোনা গ্রামের শাহেদ মিয়া স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুরের টঙ্গীতে থাকত। গত ১৫ মার্চ রাজু নিখোঁজ হলে ১৭ মার্চ রাজুর মা মনিরা বেগম টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপন চায় অপহরণকারীরা। টাকা না দিলে রাজুকে হত্যার হুমকি দেয় তারা। বিষয়টি রংপুর ব্যাব-১৩কে জানালে র্যাব নীলফামারীর কিশোরগঞ্জ থানার দক্ষিণখানা সারভাসা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয়- বহির উদ্দিন, আমজাদ হোসেন, মোস্তাফিজার রহমান, মশিউর রহমানকে।
সংবাদ সম্মেলনে র্যাব-১৩ এর অধিনায়ক মেজর আরমিন রাব্বি, এএসপি খন্দকার গোলাম মর্তুজা, এএসপি লেলিন আলমগির উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























